বালি-পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে তল্লাশি! আক্রান্ত ধূপগুড়ির রেভিনিউ অফিসার

0
1

বালি, পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক। সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয়। নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিকে হেনস্থা করে বলে অভিযোগ।

পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে। এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে বলে অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক। ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এবিষয়ে ভূমি রাজস্ব দফতর আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, ‘আমাদের দফতরের এক আধিকারিক ওভার লোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়। তাকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় দায়ের করা হচ্ছে।’

আরও পড়ুন- হঠাৎ অসুস্থ, প্রচারের মাঝপথেই ভাঙড় থেকে বাড়ি ফিরলেন সায়নী