হাঁসফাঁস গরম থেকে আপাতত রেহাই। চলতি বছরে বেশ কয়েকদিন আগেই কেরলে (kerala) বর্ষা (Monsoon) পৌঁছতে পারে বলে পূর্বাভাস ভারতীয় মৌসম ভবনের (IMD)। বুধবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৩১ মে’র চারদিন আগেও পরে বর্ষা ঢুকে যেতে পারে কেরলে। অর্থাৎ ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করে যাবে বলে অনুমান করছে মৌসম ভবন। তারপরই পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে।
গরমের দাবদহ তো চলেছেই। তবে এবার নির্ধারিত সময়ের একদিন আগেই বর্ষা আসছে কেরলে। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। এবার একদিন আগেই তা আসছে বলে খবর। যদিও গত বছর কিছুটা দেরিতে এসেছিল বর্ষা। গত বছর ৮ জুন কেরলে বর্ষা ইনিংস শুরু করে। এদিকে কেরলের পাশাপাশি রবিবার থেকেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে সাধারণত ১০ জুন। জলপাইগুড়িতে ঢোকে সাধারণত ৭ জুন, কলকাতায় ১১ জুনের কাছাকাছি পা রাখে বর্ষা। তবে এবার বাংলায় বাংলায় বর্ষা কবে আসবে তা এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা।
সাধারণত ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে থাকে। সাতদিনের মতো হেরফের হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। এবার অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে মে শেষ হওয়ার আগেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। যা গত বছর কেরলে ঢুকেছিল ৮ জুন।