কলকাতার ১০ জায়গায় আয়কর হানা, বাজেয়াপ্ত ১ কোটি টাকা!

0
1

লোকসভা নির্বাচনের মধ্যেই বাংলায় বেড়েছে কেন্দ্রীয় এজেন্সির হানা। বুধবার থেকে কলকাতায় (Kolkata) ১০ জায়গায় একসঙ্গে আয়কর হানা (Income Tax Raid) চলছে। এখনও পর্যন্ত ১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

শোভাবাজারের মদনমোহনতলা স্ট্রিটে এক বিজ্ঞাপন সংস্থার অফিসে আয়কর তল্লাশি (Income Tax Raid) চলছে। সূত্রের খবর, সংস্থার ২টি অফিস থেকে তল্লাশিতে ১ কোটি টাকা উদ্ধার হয়েছে। ওই ঠিকানায় একটি বহুতলের এক তলায় রয়েছে বিজ্ঞাপন সংস্থার অফিসটি রয়েছে। অন্যান্য তলে বসবাস করেন বেশ কয়েকটি পরিবার। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি সাহাও থাকেন একটি তলায়।