ভোটের মরসুমে নয়া হেয়ারস্টাইল! ঘাসফুল থেকে পদ্ম নবীনের শিল্পে বুঁদ হাওড়াবাসী

0
1

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভার (Loksabha Election) ৪ দফার নির্বাচন। এখনও বাকি ৩ দফার ভোটগ্রহণ। এর মধ্যে আগামী ২০ তারিখ পঞ্চম দফার ভোটগ্ৰহণ হবে বাংলার ৭ কেন্দ্রে, যার মধ্যে অন্যতম হাওড়া (Howrah)। পঞ্চম দফার প্রচার শেষ হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তাই শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন। মিটিং, মিছিল বা সমাবেশ তো আছেই পাশাপাশি অনেকেই নিজেদেরকে দলীয় প্রতীকে সাজিয়ে নিচ্ছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

হাওড়ায় বিভিন্ন দলের নেতা কর্মী সমর্থকরা এখন দলীয় প্রতীকের আদলে কেউ চুলের ভোল (Haircut )বদলে ফেলছেন আবার কেউ বডি পেইন্ট করাচ্ছেন। আর অভিনব এই হেয়ার স্টাইল বা বডি পেইন্ট হাওড়ার ভোটের প্রচারে যেন বাড়তি মাত্রা যোগ করেছে।হাওড়ার এক সেলুন মালিক রবীন দাসের কথায় বিগত বহু বছর ধরেই ভোট বা বিশ্বকাপের মতো ইভেন্টের সময় এই ধরনের হেয়ার কাটিং করে আসছেন তিনি। ফলে ভোট বা বিশ্বকাপের সময় তাঁর কাছে খুব অনেকেই নিজের পছন্দের দলের প্রতীকের আদলে চুলের চাঁট অনেকেই করতে চান।

তবে হাওড়ার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে এই ধরনের হেয়ার কাটিংয়ের চাহিদা। আগামীদিনে আরও কাস্টমারের ভিড় বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করে তৃণমূলের জন্য একটি থিম সংও তৈরি করেছেন রবীন। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সেই গানের অডিয়োও। অন্যদিকে রবীনের কাছে এই ধরনের হেয়ার কাটিং করিয়ে খুশি বিভিন্ন দলের কর্মী সমর্থকরাও।