পারিবারিক অশান্তির জের! দিলীপের পোলিং এজেন্টের রহস্যমৃত্যুতে অশান্ত মন্তেশ্বর

0
1

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পোলিং এজেন্টের (Polling Agent) দায়িত্ব পালন করেছিলেন। আর নির্বাচন (Loksabha Election) মিটতে না মিটতেই সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে (Monteshar)। এদিকে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় মৃতের বাবার দাবি, খুন নয়, স্ত্রীর সঙ্গে গোলমালের জেরে আত্মহত্যা করেছেন অভিজিৎ। যদিও ওই ভিডিয়োর উৎস এবং সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এদিকে ঘটনার প্রতিবাদে মিথ্যা অভিযোগ তুলে সকাল থেকেই মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা‌। তাঁদের অভিযোগ, ওই বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

পুলিশ সূত্রে খবর,পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সেলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায়। তিনি ওই ব্লকের বিজেপির বুথ সভাপতি। গত ১৩ মে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে পোলিং এজেন্টের দায়িত্বও পালন করেছিলেন তিনি। অভিজিতের আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে খবর, অভিজিৎ বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি লাগোয়া খামারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অভিজিতের দেহ দেখতে পান গ্রামবাসীরা। পরে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তে পাঠায়। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এদিকে অভিজিতের বাবা অরুণ রায়ের অভিযোগ, ও নিজে থেকে আত্মহত্যা করেছে। বৌমার সঙ্গে অশান্তি করত মাঝে মাঝে, মদ খেত, নেশা-ভাং করত। সংসার না চললেই বৌমার সঙ্গে অশান্তি হত। তবে এই প্রথম নয়, এর আগেও অভিজিৎ কয়েক বার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক। প্রশাসন এখন কমিশনের আওতায় রয়েছে। এই মৃত্যু নিয়ে রাজনীতি করার কোনও জায়গা নেই। আইন আইনের পথে চলুক।