মোদির জেলখানায় থাকতে না চাইলে সব ভোট জোড়াফুলে: এগরা থেকে তোপ মমতার

0
1

দেশের গণতন্ত্রকে জেলে পুরে দিয়েছেন মোদি। এই অভিযোগ আগেই করেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, এগরায় দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচার সভা থেকে ফের বিজেপি তথা কেন্দ্রের বিদায়ী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, ”I.N.D.I.A. জোট ক্ষমতায় এলে আমরা NRC, CAA, ইউনিফর্ম সিভিল কোড (UCC) বাতিল করে দেব। আপনারা কী এনআরসি চান? মোদির জেলখানায় থাকতে চান? যদি না চান তবে বিজেপিকে (BJP) একটি ভোটও দেবেন না। সব ভোট দিন তৃণমূলে।”

এদিন, এগরায় দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনসভা থেকে এভাবেই বিজেপি ও মোদির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ”বিজেপি ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। এতে তফসিলিদের অস্তিত্বই চলে যাবে। কারও কোনও অস্তিত্ব থাকবে না। দেশ-জাতি-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিক্রি দেবে।” এরপরেই জনতার উদ্দেশে নেত্রীর প্রশ্ন, ”আপনারা কী সকলের অস্তিত্ব বিসর্জন হয়ে যাক?”এগরার সভা থেকেও ফের I.N.D.I.A. জোট নিয়ে অবস্থান স্পষ্ট করেন মমতা (Mamata Banerjee)। বলেন, ”ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি। কিন্তু বাংলায় নয়। এখানে সিপিএম-কংগ্রেস বিজেপির দালাল।” গত পাঁচ বছরের কাজের কথা তুলে নেত্রীর প্রশ্ন, ”আপনারা বিজেপিকে এই আসন থেকে জিতিয়ে ছিলেন। সেই সাংসদ গত পাঁচ বছরে কী কাজ করেছে? জুন মালিয়াকে আমি সংসদে দেখতে চাই। ওকে ছাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। খুব ভাল কাজ করে। যোগাযোগ রাখে।”

তৃণমূল নেত্রীর নির্দেশ, জেতার পর প্রতি বিধানসভায় একটি করে ক্যাম্প করে অভাব-অভিযোগ শুনতে হবে।