গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির অভিযুক্ত পিয়ালী 

0
1

সন্দেশখালিতে মহিলাদের জোর করে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানোয় অভিযুক্ত পিয়ালী দাস (Piyali Das) ওরফি মাম্পিকে বসিরহাট আদালত (Basirhat Court) সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। এবার সেই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির স্থানীয় বিজেপি নেত্রী (Local BJP leader of Sandeshkhali)।

সম্প্রতি সন্দেশখালির এক গৃহবধূ থানায় অভিযোগ করে জানান, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি। তিনি অভিযোগ তুলে নিতে চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয়। সন্দেশখালির ঘটনায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে জাতীয় নির্বাচন কমিশনে (ECI) যে অভিযোগ জানানো হয়েছিল সেখানে লেখা হয় জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন। যার সাহায্যে ‘ভুয়ো নির্যাতনের’ অভিযোগ দায়ের হয়। আর এই রেখাকে সাহায্য করেছিলেন মাম্পি। এরপর তার জেল হেফাজতের সাজা ঘোষণা করা হয়। সূত্রের খবর, বসিরহাট আদালতের নির্দেশের বিরুদ্ধে গিয়ে বুধবার কলকাতা আদালতে মামলা করার অনুমতি পেয়েছেন পিয়ালী। এর পাশাপাশি বিজেপি প্রার্থী রেখা পাত্রও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা রয়েছে, সেটা জানতে তিনি মামলা করেছেন বলে খবর। বৃহস্পতিবার দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে জয় সেনগুপ্তের বেঞ্চে।