“ডায়মন্ড হারবারে দাঁড়াব নাকি হরিয়ানাতে সেটা সেলিম ঠিক করবেন না!” বিস্ফোরক নওশাদ

0
1

এবার লোকসভাতে সিপিএম-আইএসএফ জোট অনেক আগেই ভেস্তে গিয়েছে। যার দায় আইএসএফের উপর চাপিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও সেলিমকে পাল্টা দিতে ছাড়েননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আইএসএফ নেতা সেলিমকে সরাসরি “মিথ্যুক” বলে দাবি করেছেন। নওশাদের কথায় ”উনি অসত্য বলছেন…”!

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, আইএসএফের আসন সমঝোতা ভাঙার কারণ নওশাদ। এবার সেলিমের মন্তব্যের পালটা মুখ খুললেন নওশাদ। তিনি বলেন, “মহম্মদ সেলিম অসত্য কথা বলছেন। ওরা বলেছিল যদি নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে পাঁচটা আসন দেবে না হলে চারটে। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নাকি হরিয়ানাতে দাঁড়াবেন, তা মহম্মদ সেলিম বা সিপিএম ঠিক করবেন না। ঠিক করবে আইএসএফ।”

নওশাদ আরও বলেন, “ওনারা যেখানে ডেকেছেন, যতবার ডেকেছেন, আমরা গিয়েছি। আমরা আলিমুদ্দিনে গিয়েছি। সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের বারবার বলেছে, বসিরহাটের আসনটি সিপিআই ছাড়তে নারাজ। বারাসত নিতে বলেছিল। কিন্তু, এখন দেখলাম ওখানে সিপিএম লড়ছে। তার মানে আমাদের অসত্য তথ্য দেওয়া হয়েছিল।”

মহম্মদ সেলিমের হোয়াটসঅ্যাপ করা প্রসঙ্গে নওশাদের দাবি, তাঁর কাছে প্রতিদিন বহু হোয়াটস অ্যাপ আসে। তাঁর সহকারী বিষয়টি দেখেন। তাই কে তাঁকে হোয়াটস অ্যাপে মেসেজ করেছে তা দেখতে হবে বলে দাবি করেন নওশাদ। একইসঙ্গে সেলিমকে তোপ দেগে তিনি বলেন, “অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ংকর।”