অফিস টাইমে ফের মরণঝাঁপ! নেতাজি ভবনে মৃত্যু যাত্রীর, ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিস্থিতি

0
2

অফিস টাইমে ফের চলন্ত মেট্রোর (Metro) সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) এক যাত্রীর। বুধবার বেলা ১১ টা ৩৮ মিনিটে ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন (Netaji Bhawan) মেট্রো স্টেশনে। ঘটনার জেরে এদিন আংশিক বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ঘটনার জেরে ময়দান থেকে বেশকিছুক্ষণ যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকে।

মেট্রো রেল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম বিক্রম সাউ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে নেতাজি ভবন স্টেশনে তখন অফিস যাত্রীদের ভিড়। তখনই ট্রেন আসতে দেখে আচমকাই লাইনে ঝাঁপ মারেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করে ওঠে। যাত্রীদের হইহই শুনে প্ল্যাটফর্মের নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানরা ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে ওই লাইনে আংশিকভাবে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

 

পরে রেল কর্তৃপক্ষ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএমে পাঠায়। তবে আচমকা এমন দুর্ঘটনায় মেট্রোরেল কতৃপক্ষকেই কাঠগড়ায় তুলছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা আটকাতে সিসি ক্যামেরার নজরদারি থেকে শুরু করে স্টেশনের দু’পাশে রক্ষী মোতায়েন করার পরও মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় রাশ টানা যায়নি। আর সেকারণেই বারবার এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।