শাহি সভার পরই হাওড়ায় বিজেপিতে ব্যাপক ভাঙন

0
1

গতকাল, মঙ্গলবার হাওড়ার আমতার ‌দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর জনসভার মাত্র একঘন্টা পরই বিজেপিতে ব্যাপক ভাঙন ধরাল তৃণমূল। উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার সমরুক হাটে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আয়োজিত এক নিবাচনী জনসভায় রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে বিজেপির হাওড়ার কয়েকজন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেন।

শুধু বিজেপি নয়, এদিন অন্যান্য দল ছেড়েও বিভিন্ন রাজনৈতিক দলের ৭টি গ্রাম পঞ্চায়েতের ৭ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। মন্ত্রী পুলক রায় বলেন, এদিন সিপিএমের একজন, কংগ্রেসের একজন, আইএস এফের দুইজন এবং তিনজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিল।

বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পরিষেবা পেয়েছে। সেইজন্য মমতা বন্দোপাধ্যায়ের গ্যারান্টি একশো আর মোদির গ্যারিন্টি জিরো। মন্ত্রী বলেন রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়ার মানুষ সঙ্ঘব্ধ হয়ে তৃণমূলের পাশে থেকেছে মমতা বন্দোপ্যাধায়ের পাশে থেকেছে। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস আস্থা থাকায় আজ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন পঞ্চায়েত সদস্য সহ বিজেপির নেতারা তৃণমূলে যোগ দিয়েছে। আজ যারা চোখে পদ্মফুল দেখছে তারা আগামী ৪ তারিখে চোখে সর্ষেফুল দেখবে।