ইয়ে ডর হামে আচ্ছা লাগা! X Handle-এ ব্লক করতেই শুভেন্দুকে মোক্ষম খোঁচা তৃণমূলের

0
11

রাজনীতির ময়দান দুই যুযুধান বিপক্ষ একে অপরকে রাজনৈতিকভাবে আক্রমণ করবে- এটা স্বাভাবিক। কিন্তু যখন একপক্ষ অসহিষ্ণু হয়ে ওঠে ও সমালোচনা সহ্য করতে পারেন না, তখন কী পরিণাম হয়- তা দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) এক্স হ্যান্ডেলে। সেখান তৃণমূলের X Handle অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই মোক্ষম খোঁচা দিল তৃণমূল। গদ্দারের X Handle-এর স্ক্রিন শট পোস্ট করে রাজ্যের শাসকদল লিখেছে, “ইয়ে ডর হোনা চাহিয়ে। ইয়ে ডর হামে আচ্ছা লাগা।“‌ অর্থাৎ ভয় পেয়েই শুভেন্দু এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসকে ব্লক করেছেন বলে মত ঘাসফুল শিবিরের।

লোকসভা নির্বাচনের প্রথম চার দফার ভোটগ্রহণ এর মধ্যেই হয়ে গিয়েছে। ভোটের আগে থেকেই সন্দেশখালিকে ইস্যু করে ভোট বৈরতণী পার করতে চাইছে বিজেপি। কিন্তু একের পর ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) প্রকাশ্যে আসায় বিজেপির চক্রান্ত ফাঁস হচ্ছে। আর একই সঙ্গে পর্দাফাঁস হচ্ছে দলবদলু গদ্দারের ষড়যন্ত্রের। এই সব ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। আর সেটাই সহ্য হচ্ছে না শুভেন্দুর।বিজেপি এবার দাবি করেছে, তারা নাকি ৪০০ আসন পাবে। কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব কষে দেখিয়ে দিয়েছেন, সারাদেশে বিজেপি ১৯০-১৯৫ আসনের বেশি পাবে না। আর ইন্ডিয়া জোট ৩১০–৩১৫ আসন পাবে বলে দাবি মমতার। সেই ভিডিও-ও পোস্ট হয়েছে তৃণমূলের স্যোশাল মিডিয়ায়। এই সব সত্য শুভেন্দুর সহ্য হচ্ছে না বলে মত তৃণমূলের। সত্যি সামনে আসায় ভয় পেয়েছেন বিরোধীদল নেতা। সেই কারণেই বিজেপি নেতার এক্স হ্যান্ডেলের স্ক্রিন শট পোস্ট করে তীব্র কটাক্ষ করল রাজ্যের শাসকদল।