রাজ্যের উন্নয়নের ছোঁওয়া লেগেছে কল্যাণীতেও। কল্যাণীর জনসভায় এসে সেই খতিয়ান আরও একবার তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কল্যাণীর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল, কিন্তু এই পর্যন্তই। তারপর নতুন করে আর কিছু করা হয়নি। এরপর কল্যাণীতে আমরা নতুন ব্লক করেছি। ট্রিপল আইটি করেছি, ফ্লিপকার্টের বিরাট বাজার করেছি। এইমস হাসপাতাল করেছি। ১৮০ একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। আর এখন বিজেপি শুধু মিথ্যা কথা বলছে।
মুখ্যমন্ত্রীর সংযোজন, ৩০০ কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য। কল্যাণীতে ছয় লেনের হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হয়েছে। কল্যাণীতে এডুকেশন হাব তৈরি করা হয়েছে। হরিণঘাটা-চকদহ-কল্যাণী ব্লকে ৩০৫ কোটি টাকার জলস্বপ্ন প্রকল্প করেছি। কল্যাণী ও হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে, নতুন বৈদ্যুতিক সাব স্টেশন হয়েছে। দেড় হাজার কোটি টাকা ব্যয় করে ছয় লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত ব্রিজ নির্মাণ হচ্ছে। হরিণঘাটা-গাইঘাটা রাস্তার মানোন্নয়ন করা হচ্ছে ১৪ কোটি ৭৪ লাখ টাকা খরচ করে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.