রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ মহারাজ

0
3

চলতি আইপিএল-এ একেবারেই চেনা ফর্মে নেই রোহিত শর্মা। শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি শতরান করলেও আইপিএলে একেবারে চেনা ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। আর রোহিতের এই ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। কারণ আইপিএল শেষ হলেই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই কারণে হিটম্যানের ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে ভক্তরা। যদিও রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে মহারাজ বলেন , ‘‘ভারতের দল খুব ভাল হয়েছে। বিশ্বকাপে রোহিতও ভাল খেলবে। বড় প্রতিযোগিতায় ও সব সময় ভাল খেলে। বড় মঞ্চের ক্রিকেটার রোহিত।” এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিত করেছেন ৩৪৯ রান। গড় ২৯.০৮।গত ছয় ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৯, ৪, ১১, ৪, ৪, ৮, ৬। মোট ৫২। ১৩ ম্যাচে রান ৩৪৯। অথচ এই আইপিএলেই চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান। মুম্বইয়ের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেও ওপেনিংয়ে ভরসা জুগিয়েছিলেন তিনি।

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন- ফের কি ভারতীয় দলের হেড কোচের পদে বসতে চলেছেন শাস্ত্রী? ভারতের প্রাক্তন কোচের কথায় জল্পনা তুঙ্গে