ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতেন রবিন্দ্র জাদেজা। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন তাঁর চেন্নাই সুপার কিংসের সতীর্থ অম্বাতি রায়ডু। মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলে সব সমর্থকরা তাঁর জন্যই গলা ফাটান। চলতি আইপিএলেও দেখা গিয়েছে ধোনির সমর্থন। ভারতের যে মাঠেই চেন্নাই খেলতে গিয়েছে, গ্যালারি ভরিয়েছেন হলুদ জার্সি পরা সমর্থকেরা। ধোনি মাঠে নামলে চিৎকারে কান পাতা দায় হয়েছে। আর এতেই নাকি প্রথমে বিরক্ত হতে জাদেজা। রায়ডু জানিয়েছেন, চেন্নাইয়ে খেলার সময় তাঁর অনেক বার মনে হয়েছে, সমর্থকদের একটা বড় অংশ দলকে নয়, ধোনিকে সমর্থন করেন।
এই নিয়ে রায়ডু এক সাক্ষাৎকারে বলেন, “ যদি আমি বা জাদেজা চার-ছক্কা মারতাম তখনও দর্শকরা চুপ থাকত। আমার আর জাদেজার সেটা অনেক বছর ধরে মনে হয়েছে। আমি বিশ্বাস করি, ওরা প্রথমে ধোনির ভক্ত। তার পরে চেন্নাইয়ের সমর্থক। জাদেজা বিরক্ত হয়ে যেত। কিন্তু কিছু করতে পারত না। মুখ বুজে সহ্য করতে হত।”
ক্রিকেট সমর্থকরা মনে করছেন এটাই ধোনির শেষ বছর। চলতি বছর দলকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি। নেতৃত্ব থেকে সরে দাড়িয়েছেন ধোনি। দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড।
আরও পড়ুন- অবশেষে গললো বরফ, রাহুলকে নৈশভোজে ডাকলেন গোয়েঙ্কা