এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হার্দিকের সমালোচনা করেন ক্রিকেট মহল। সমালোচনা করেন এবি ডিভিলিয়ার্স এবং কেভিন পিটারসেন। আর এবার ডিভিলিয়ার্স এবং পিটারসেনকে একহাত নিলেন গম্ভীর।
এই নিয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “বিশেষজ্ঞরা কী বলছেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোনও একটা বিষয় নিয়ে মন্তব্য করাই বিশেষজ্ঞদের কাজ। আমার মত হল, দলের পারফরম্যান্স দিয়ে একজন ক্যাপ্টেনের পারফরম্যান্সকে বিচার করো। এই বছর মুম্বই ইন্ডিয়ান্স ভালো ফল করলে, সব বিশেষজ্ঞরাই কিন্তু হার্দিক পান্ডিয়ার প্রশংসা করতেন। এবার মুম্বই ইন্ডিয়ান্স ভালো করেনি। তাই সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন।“ এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ এটা ভাবতে হবে হার্দিক অন্য একটা ফ্র্যাঞ্চাইজি থেকে এসেছে। ওকেও সময় দিতে হবে। গুজরাটকে দুবছর নেতৃত্ব দেওয়ার পরে হঠাতই সবাই ওর কাছ থেকে ভালো কিছু আশা করতে শুরু করে দিচ্ছে। হার্দিক ভালো পারফর্ম করতেই পারতো। আমি বলছি না যে ও পারত না। কিন্তু পারেনি যখন, তখন ওকে আরও কিছুটা সময় দেওয়াই যায়।”
আরও পড়ুন- ধোনি ধোনি চিৎকারে বিরক্ত হতে জাদেজা, বললেন তাঁরই এক সতীর্থ