অবশেষে ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য নতুন কোচ নিয়োগ করবে বিসিসিআই। আর সেই কারণেই বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগ্রহীদের আবেদন করার অনুরোধ করেছে বিসিসিআই। নতুন কোচের সঙ্গে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নতুন কোচের পদের জন্য ন’টি শর্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। নতুন কোচকে সবগুলিই পূর্ণ করতে হবে।তারমধ্যে অন্যতম হল আবেদনকারীকে কমপক্ষে ৩০টি টেস্ট অথবা ৫০টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য কোনও দেশের জাতীয় দলের কোচ হিসাবে অন্তত দু’বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৬০ বছরের কম।আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের জাতীয় দল, আইপিএল বা সম মানের বিদেশি কোনও লিগের ফ্র্যাঞ্চাইজি, প্রথম শ্রেণির ক্রিকেট দল বা কোনও দেশের ‘এ’ দলের কোচ হিসাবে কাজ করলেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার আবেদনকারীর।
সম্প্রতি বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন নতুন কোচের বিজ্ঞাপন দেবেন তাঁরা। কারণ টি-২০ বিশ্বকাপের পর কোচের পদ থেকে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। এক্ষেত্রে এই কোচ পদে আবেদন করতে পারেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও। তবে রাহুল দ্রাবিড় নতুন করে আর দায়িত্ব নিতে রাজি নন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।
আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস