পরাজয় যে নিশ্চিত তা আগেই আঁচ করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের দিন শান্ত বর্ধমানকে একাই অশান্ত করে তুলেছিলেন। তাঁর দেহরক্ষীরা একাধিক তৃণমূল কর্মীকে মেরে জখম করেছেন। পরাজয়ের হতাশায় এবার দলেরই নেতা-কর্মীদের তীব্র সমালোচনা করলেন দিলীপ, মঙ্গলবার, সকালের চা-চর্চায়।
বর্ধমান টাউন হলে প্রাতর্ভ্রমণে বেরিয়ে জেলা সংগঠনের ওপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ। তাঁর কনভয় বারবার বাধা পাওয়ার প্রসঙ্গ তুলতেই জানালেন, কোথাও কোনও কর্মকর্তা ছিল না, সবটাই কি আমি করব! আমার খালি প্রেসিডেন্ট নয়, সবার জন্য, বিশেষ করে টাউনের কর্মীরা ফোন করছে, এই হয়েছে, তাই হয়েছে। আর মাঠে কাউকে দেখতে পাইনি। কোথায় ছিলে তোমরা? আমি বুথে গিয়ে দেখছি, সব ঠিক চলছে। তোমরা বাড়ি থেকে বসে মেসেজ করছ। কিছু লোক আছে ফাঁকিবাজ এরকম। স্পটে না থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। গতকাল তাঁর দলের লোকেরাই ভুল বুথে নিয়ে গিয়েছিল, জানিয়ে দিলীপের ব্যাখ্যা, না গেলেই ভোট বেশি হত আমার। ওরা নিজেরাই জানে না বুথটার কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়। এরা রাজনীতি বোঝে না।
আরও পড়ুন- ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাকী বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন