অভিযোগকারী মহিলাকে নির্যাতন, ASI-কে ক্লোজ করে তদন্তে জেলা পুলিশ

0
3

মহিলাকে হেনস্থার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এবার কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ। সোমবার এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে।

সালিশি সভায় মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। সেই অভিযোগ জানাতে থানায় গেলে ওই মহিলার অভিযোগ নেয়নি পুলিশ। ওই ব্যক্তির শাস্তির দাবিতে নাটাবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ধরনায় বসেন মহিলা। মমতাজ খাতুন নামে ওই মহিলা নাটাবাড়ির চড়ালজানি এলাকার বাসিন্দা। নাটাবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ধরনায় বসলে মমতাজকে গলা টিপে, চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে তোলেন এএসআই জগদীশ ঘোষ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে শাস্তি দেওয়ার দাবি করেন সাধারণ মানুষ। কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই আধিকারিককে ক্লেজ করা হয়েছে। করা হচ্ছে বিচারবিভাগীয় তদন্ত।