বীরভূমে জিতবে তৃণমূল, “খেলা হবে” গানে সবুজ আবিরে আগাম বিজয় মিছিল 

0
3

গত ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট শেষেই উত্তরবঙ্গে আগাম বিজয় মিছিলে মেতেছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রার্থীকে সঙ্গে সবুজ আবির মেখে কয়েকশো মানুষ আগাম বিজয় মিছিলে পা মিলিয়ে ছিলেন। দক্ষিণবঙ্গেও একই ছবি ধরা পড়ল।গতকাল, সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন, ভোটের ফল ৪ জুন। গতকাল বীরভূম, বোলপুরের ভোটের পর নানুরে আজ, মঙ্গলবার আগাম বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে এদিন আগাম বিজয় মিছিল করে তৃণমূল। মঙ্গলবার রীতিমতো আবির খেলে, নেচে-গেয়ে, মিছিল করে জয়ের আনন্দে মাতল তৃণমূল। কাজল শেখের দাবি, “৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল। বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ৩ লক্ষ ভোটে জয়লাভ করবেন। আর বীরভূমে শতাব্দী রায় জিতবেন ২ লক্ষ ভোটে।

কাজল শেখের আরও দাবি, “পরীক্ষা দিলেই বোঝা যায় রেজাল্ট কেমন হবে। ৪ জুন বাক্স খুললে বিরোধীরা চোখে সরষে ফুল দেখবে, সারা বছর কাজ করেছি, ফল অন্য হতেই পারে না।”