ভোটের আগের রাতে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী

0
1

রাত পোহালেই অর্থাৎ আগামিকাল রাজ্যের ৮ আসনে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ঠিক তার আগের দিন রাতেই অর্থাৎ রবিবার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল কেতুগ্রাম। পুলিশ সূত্রে খবর নিহতের নাম মিন্টু শেখ (৪৬)।

জানা গিয়েছে রবিবার রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় তাকে বোমা ছোঁড়া হয়। ঘটনার গুরুতর জখম নিশি শেখ নামে তার এক সঙ্গী। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বাইকে মিন্টু ও নিশি শেখ দুজন ছিল। বাড়ি ফেরার সময় তাদের উপর বোমা ছোড়া হয়। গুলিও চলে। কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনাওয়াজ বলেন, ‘‘মিন্টু শেখ আমাদের দলের সক্রিয় কর্মী। শুনেছি ওরা দুজন বুথে গিয়েছিল। তারপর ফিরে আসার পথে হামলা হয়।’’

আরও পড়ুন- হুগলিতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের নামে নিখোঁজ পোস্টার!