জেগে উঠল ভয়ঙ্কর আগ্নেয়গিরি, আকাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত উড়ল ছাই!

0
11

সোমবার সকালে আকাশে ছড়াল আগুন,পাঁচ কিলোমিটার পর্যন্ত উড়ল ছাই! জেগে উঠল ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর আগ্নেয় দানব মাউন্ট ইবু (Indonesia’s terrifying volcanic monster Mount Ibu woke up)। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

উত্তর মালুকু প্রভিন্সের হালমাহেরা দ্বীপের আকাশে ওই ছাই দেখা গিয়েছে। গত শনিবার থেকেই অল্প অগ্ন্যুৎপাত হতে শুরু করেছিল। তখন থেকেই আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বেরতে শুরু করে বলে জানা যাচ্ছে। রাতের আকাশে ছাইয়ের স্তূপ ও বিদ্যতের ঝলসে ওঠার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়। আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষ। সোমবার থেকে ভয়ঙ্কর রূপ দেখা যায় আগ্নেয়গিরির। অগ্নুৎপাতের তীব্রতা এতটাই ছিল যে চুড়ো থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছাই ছড়িয়েছে যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। গত বছর ২১ হাজারেরও বেশিবার অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরি থেকে। দিনে গড়ে অন্তত ৫৮ বার লাভা বেরিয়ে আসতে দেখা যায়। গত সপ্তাহেই কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।এই ঘটনার পর এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরনোর সময় মুখে মুখোশ ও চোখে চশমা পরার কথা বলা হয়েছে।