বারাকপুর লোকসভার দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) হয়ে প্রচার সমর্থনে পলতার সভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ থেকে শুরু করে মিথ্যাচার, মোদির গ্যারান্টির নামে ভাঁওতা- সব বিষয় নিয়েই তুলোধনা করেন তৃণমূল সভানেত্রী।সোমবার, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন মমতা (Mamata Banerjee)। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং। সভা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে বেঁধেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “ইছাপুর কারখানা বন্ধ করে দেশের বরাত কেন বিদেশে দিয়েছো? সৌধ, রাস্তাঘাট, জল করেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছয় লেনের করা হয়েছে। ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে। বলে, ওরা এমস করেছি। আমরা ১৮০ একর জমি দিয়েছি বিনামূল্যে। ওরা কি বলে? বলে না। এই জলে আমরাও টাকা দিই। বলে না। ৩০০ কোটি টাকা খরচ করে জলের ব্যবস্থা করে দিয়েছি। রেশনের জন্য আমরা গত ২ বছর ধরে সব টাকা দিয়েছি।“
একই সঙ্গে নরেন্দ্র মোদির মাছ খাওয়া নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব দেন মমতা। বলেন, “মোদি এসে বলেন, ‘মাছ খাবেন না।’ যে যা ভালবাসে, তাই খাবে। চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি, যার যা ইচ্ছা খাবে। মোদিবাবু আপনি খেয়ে দেখুন না স্বাদটা কেমন? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, নিজে রান্না করব। ছোট থেকে রান্না করি। আপনি যদি বলেন ধোকলা খেতে, খাব। আমি খেয়েছি। গুজরাটে পাওয়া যায়। আমার কাছে জাতপাত বলে কিছু নেই। আসল মানুষ।“
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.