সোমবার চতুর্থ দফায় (Fourth Phase Election) পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে সকাল থেকেই শুরু ভোটগ্রহণ (Voting)। ভোটাভুটি শুরু হয়েছে দেশের ৯ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এদিন এক দফাতেই অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)(২৫) এবং তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হচ্ছে। এছাড়াও বাংলার আট কেন্দ্র-সহ উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ৮, ওড়িশার ৪, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে মিলিয়ে দেশের মোট ৯৬ আসনে সকাল ৭টায় শুরু ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোট হবে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। তবে কিছু কিছু জায়গায় ইভিএম বিকল বা অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবেই চলছে।
তবে এদিন ভোট শুরুর আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ১০ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের কথা মাথায় রেখে ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, ওড়িয়া ভাষায় পোস্ট করেন মোদি। পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “আমি জানি ১০ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রের মানুষ বৃহৎ সংখ্যায় ভোট দেবেন। ভোটের হার বৃদ্ধিতে বড় ভূমিকা নেবেন তরুণ এবং মহিলা ভোটারেরা।”
আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোটগ্রহণ হবে।আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন ।আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি…
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
In today’s 4th Phase of the Lok Sabha elections, 96 seats across 10 States and UTs are going to the polls. I am sure people in these constituencies will vote in large numbers and the young voters as well as women voters will power this surge in voting. Come, let’s all do our duty…
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
সোমবার চতুর্থ দফার ভোটে একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। তারকা প্রার্থীদের মধ্যে নজর থাকবে যোগীরাজ্যের কনৌজ কেন্দ্রের এসপি প্রার্থী তথা দলের প্রধান অখিলেশ সিং যাদব, বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং, হায়দরাবাদের মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি উপরে। এছাড়াও নজর থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা, ঝাড়খণ্ডের খুঁটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।
৯৬লোকসভা কেন্দ্রে মোট ১৭কোটি ৭০ লক্ষ ভোটার (৮ কোটি ৯৭ লক্ষ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লক্ষ মহিলা) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দেশে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোট কেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে রয়েছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী।