বাকি আর তিনদফার ভোটগ্রহণ। প্রতিদফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল (TMC)। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনই সপ্তমদফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বাংলার শাসকদল। সেখানে ফেরানো হল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর।
প্রতিদফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল (TMC)। প্রথম চারদফার তারকা প্রচারকদের তালিকায় নাম থাকলেও ৫ম ও ৬ষ্ঠ দফার তালিকায় নাম ছিল না কুণালের (Kunal Ghosh)। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। পয়লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। তার আগে এদিন ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানে নাম দেখা যায় কুণালের। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দলের কর্মী। দল যখন যে কাজ দেবে, সেই নির্দেশ পালন করতে প্রস্তুত আমি।” বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, কুণাল সুবক্তা। দলে বাড়তি শক্তিবৃদ্ধি হল।



Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






































































































































