এখনও বাকি তিন দফার নির্বাচন। প্রতি দফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনই সপ্তম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল শাসকদল। সেখানে ফেরানো হল কুণাল ঘোষকে। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর। কুণালকে ফেরানোকে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কুণাল ভাল বক্তা। কুণালকে পার্টির দরকার পার্টিরও কুণালকে দরকার। কুণাল একনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ও সমর্থক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কথা সে বারবার উল্লেখ করেছে। কুণাল তারকা প্রচারক হওয়ায়, আমার মনে হয় তৃণমূলের শক্তি বৃদ্ধি হল। আমি ওকে স্বাগত জানাই।
প্রসঙ্গত, প্রতি দফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল। প্রথম চার দফার তারকা প্রচারকদের তালিকায় নাম থাকলেও ৫ম ও ৬ষ্ঠ দফার তালিকায় নাম ছিল না কুণালের । যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। পয়লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। তার আগে এদিন ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানে নাম দেখা যায় কুণালের। এই বিষয়ে তিনি বলেন, আমি দলের কর্মী। দল যখন যে কাজ দেবে, সেই নির্দেশ পালন করতে প্রস্তুত আমি।