আবার ভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে হুগলি জেলায়। কিছুদিন আগেই হুগলি বিজেপির কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরাই। চুঁচুড়া জনসভাতে রবিবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রকেট চট্টোপাধ্যায়ের নাম করে চুঁচুড়া ফ্রাম সাইড রোডের একাধিক জায়গায় নিখোঁজ বলে পোস্টার পড়ল।
আর এই বিষয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। কয়েকদিন আগেই বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছে।বিজেপির একটা বড় অংশই লকেটকে চায়না। আসলে বিজেপি বুঝে গেছে লকেট আর জিততে পারবে না তাই তাদের মধ্যে অশান্তি চরমে উঠেছে।
আরও পড়ুন- মুখ ঘোরাচ্ছে স্বস্তির বৃষ্টি! ফিরছে গরম, হতাশার খবর শোনালো হাওয়া অফিস