২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গৌতম গম্ভীর। তাঁর অধিনায়কত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। এখন তিনি ফিরে এসেছেন নাইটদের মেন্টর হয়ে।তবে এখনও একটা আফসোস রয়েগিয়েছে গম্ভীরে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন দলে গম্ভীরের অধিনায়কত্বে খেলেছিলেন সূর্যকুমার যাদব। আর কেকেআর মেন্টরের কথায় তিনি তখন সূর্যের প্রতিভা বুঝতে পারেননি।
এই নিয়ে কলকাতার মেন্টর বলেন, “ একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার সাত বছরের নেতৃত্বে একটাই আপশোস আছে। আমি বা কেকেআর কখনওই ওর প্রকৃত ক্ষমতা বুঝতে পারেনি।” তবে কেন তিনি সূর্যকে বুঝতে পারেননি সেই নিয়েও মুখ খোলেন গম্ভীর। তিনি বলেন, “ এর জন্য দায়ী দলের কম্বিনেশন। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব বাকি দশজনের সেরাটুকু নিয়ে আসা। ঘটনাচক্রে ৩ নম্বরে একজনই খেলতে পারে। কিন্তু সূর্য ৭ নম্বরেও ভালো খেলতে পারত।”
চলতি বছর কেকেআর দলের মেন্টর হয়ে ফিরে এসেছেন গম্ভীর। তার ছোঁয়ায় ফের চ্যাম্পিয়নের আশা দেখছে কলকাতা। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে দল। এই মুহুর্তে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাইট ব্রিগেড।
আরও পড়ুন- এবার গোয়েঙ্কা-রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন সেহবাগ