১) প্লে-অফের ম্যাচে উঠেও বিপাকে কলকাতা নাইট রাইডার্স। জরিমানা করা হলো কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিং। রমনদীপের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই নিয়ে ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের শৃঙ্ঘলাবিধির ২.২০ নম্বর ধারা ভেঙেছেন রমনদীপ।
২) ইডেনে কলকাতার নাইট রাইডার্স বিরুদ্ধে খেলতে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হারের মুখ দেখে মুম্বই। এই ম্যাচে পয়া মাঠে রান পাননি রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। এই ম্যাচে রোহিত শর্মার জন্য নাকি আলাদা পরিকল্পনা করেছিলো কলকাতা । ম্যাচ শেষে এমনটাই জানালেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। বললেন,নিখুঁত ভাবে সেই পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগাতে পেরে খুশি।
৩) আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে তিনি। তবে রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। তবে তা নিয়ে কান দেননা বিরাট। নিজের খেলা খেলছেন তিনি। আর এরই মাঝে নিজের নতুন স্টাইল ‘স্লগ সুইপ’ শট নিয়ে মুখ খুললেন বিরাট।
৪) গতকাল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে উচ্ছ্বসিত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। এই জয়ের জন্য কৃতিত্ব দিলেন দলকে।
৫) ভারতীয় ক্রিকেট নিয়ে বড় অভিযোগ শান্তাকুমারন শ্রীসান্থের। দেশের হয়ে দু’টি বিশ্বকাপ জেতা পেসার জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষ ছিল। ভারতীয় দলে খেলার সময় তাঁকে নাকি মাদ্রাসি বলে ডাকা হত।
আরও পড়ুন- প্লে-অফে পৌঁছেও বিপাকে কেকেআর, কিন্তু কেন?