লোকসভা ভোটের সময় শনির দশা যেন কাটতেই চাইছে না আম আদমি পার্টির (AAP)। দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) দীর্ঘ টালবাহানার পর অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর ফের নয়া বিতর্ক। এবার কেজরির সরকারি বাসভবনে তাঁরই ব্যক্তিগত সহকারীর হাতে আক্রান্ত হলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Malliwal)। সোমবার এমন ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন।
স্বাতীর অভিযোগ, কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের ভিতরেই তাঁকে মারধর করেন। যদিও এই ঘটনার পর এক মুহুর্ত দেরি না করে সরাসরি পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন করেন স্বাতী। এরপরই পুলিশের একটি টহলদারি ভ্যান সেখানে পৌঁছয়। তবে এদিন যখন কেজরিওয়ালের বাসভবনে পুলিশ পৌঁছয় তখন মালিওয়াল সেখানে ছিলেন না। তবে স্বাতীর অভিযোগ, পিএ-কে দিয়ে তাঁকে মারধরের পিছনে অরবিন্দ কেজরিওয়ালেরই হাত রয়েছে।
দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন মালিওয়াল এ মাসের গোড়ার দিকে খবরের শিরোনামে এসেছিলেন। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা কমিশনের চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করার পরই সমালোচনায় মুখর হয়েছিলেন মালিওয়াল। কমিশনের ৯০ জনের মধ্যে মাত্র ৮ জন হলেন স্থায়ী কর্মচারী। বাদবাকি সকলকে ছাঁটাই করলে মহিলা কমিশন কীভাবে চলবে, প্রশ্ন তুলেছিলেন স্বাতী। তবে এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়ে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, স্বাতী মালিওয়াল যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে মনে রাখতে হবে, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তিনি এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিনি । শুধু তাই নয় কেজরির গ্রেফতারি এবং জামিনে মুক্তির আগে পর্যন্ত দেশেই ছিলেন না তিনি। তবে সবমিলিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন ফের বড়সড় বিতর্কের সামনে দিল্লির মুখ্যমন্ত্রী।