ভোট আসলেই উৎসব মুখর অনুব্রতর বোলপুরের বাড়ি আজ খাঁ খাঁ

0
3

গত এক দশকের বেশি সময় বাংলায় ভোট মানেই শিরোনামে অনুব্রত মণ্ডল। অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়ি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা বর্তমানে তিহার জেলে বন্দি। তারই মাঝে আজ, সোমবার বীরভূমের দুটি আসনে লোকসভার ভোটগ্রহণ। ভোট এলেই যে বাড়ি কার্যত ভিড়ে পা গলানো দায় হয়ে যেত, যে পার্টি অফিস ছিল কন্ট্রোল রুম, সে সবই এখন অতীত। এদিন সেই বাড়ি খাঁ খাঁ করছে। বোলপুর থেকে কন্ট্রোল রুম চলে গেছে সিউড়িতে অভিজিৎ সিনহার নেতৃত্বে।

ভোট এলেই বাড়িতে কার্যত উৎসব লেগে যেত। আর সেই বাড়ি এখন খাঁ খাঁ করছে। পঞ্চায়েত ভোটের পর অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূম তৃণমূল কংগ্রেস এত বড় একটা নির্বাচনে নেমেছে। পাঁচজনের নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মাথাতে পোস্টার ব্যানারে এখনও পর্যন্ত জ্বলজ্বল করছে অনুব্রত মণ্ডলের ছবি। একদা লাল দুর্গে কার্যত তৃণমূল কংগ্রেসের শক্ত জমি তৈরি করে দিয়ে গেছেন কেষ্ট মণ্ডল-ই। এখন এই জমিতে যে দাঁড়াবে সেই ফসল ঘরে তুলতে পারবে বলে দাবি তাঁর অনুগামীদের।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্পের কোটি টাকা তছরূপ! দুর্নীতির অভিযোগে ধৃত শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা