সন্দেশখালি কাণ্ডে প্রকাশ্যে আরও এক ভিডিও, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি

0
1

সন্দেশখালি কাণ্ডে সামনে এল আরও একটি ভিডিও। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সন্দেশখালির আরও একটি ভিডিও। সেই ভিডিওতে স্থানীয় একজন ব্যক্তি দাবি করছেন যে রেখা শর্মা জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজের সই করিয়েছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছে বিজেপি নেত্রী পিয়ালি দাস। তৃণমূলের অভিযোগ, যখন মহিলারা ভুয়ো ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান, তখন বিজেপি নেত্রী পিয়ালি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করেছেন। এই ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করে বিজেপি যাতে নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে পারে, সেই কাজে সাহায্য করেছে জাতীয় মহিলা কমিশন।

প্রসঙ্গত, উস্কানি দিয়ে রবিবার সকাল থেকে ফের অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে সন্দেশখালিতে। এদিন বিজেপির মহিলারা লাঠি, বাঁশ নিয়ে সকাল থেকে রাস্তায় নামেন। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে ওই মহিলাদের হাতে আক্রান্ত হন ঘটনাস্থলে উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিক। সুকুমার বলেন, ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। তারপরই চাপে পড়ে হিংসার আশ্রয় নিচ্ছে বিজেপি। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি কে তীব্র আক্রমণ করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, সন্দেশখালির যড়যন্ত্র ফাঁস হতেই মরিয়া বিজেপি নিজেদের কুকীর্তি ঢাকতে হিংসা আর সন্ত্রাস ছড়াচ্ছে! প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দেশখালিতে আতঙ্ক ছড়াচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। আসলে, সন্দেশখালির মা-বোনেদের প্রত্যাঘাত সহ্য করতে পারছে না বিজেপি।গুন্ডাবাহিনী নিয়ে তৃণমূল কর্মীদের উপর নৃশংস হামলা চালাতে বিজেপি তাদের মহিলা কর্মীদের এগিয়ে দিচ্ছে। আর নেতৃত্ব দিচ্ছেন বিজেপি-প্রার্থী রেখা পাত্র, যিনি নিজে দুহাজার টাকার বিনিময় মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছিলেন বলে তারই দলের মন্ডল সভাপতির বক্তব্য থেকে জানা গেছে।