ফের অশান্ত হয়ে উঠল পাক অধিকৃত কাশ্মীর (Jammu and Kashmir)। সূত্রের খবর রাজধানী মুজফফরাবাদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জোর খণ্ডযুদ্ধ বেঁধেছে নিরাপত্তারক্ষীদের। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইটবৃষ্টি শুরু করছে বিক্ষোভকারীরা। সময় যত গড়াচ্ছে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি নিচ্ছে। স্থানীয় সূত্রের খবর কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তানের (Pakistan) সরকার। যা নিয়ে তুমুল প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, এই কর অন্যায্য। তার উপর কোনও প্রয়োজনই মেটাচ্ছে না ইসলামাবাদ (Islamabad)। এ নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন সেখানকার বাসিন্দারা।


অভিযোগ, বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পাক পুলিশ। সেই থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। এদিকে পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবার বড়সর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। পাশাপাশি আর্জি জানানো হয়েছিল দোকানপাট বন্ধ রাখারও। কিন্তু বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পাকিস্তানের পুলিশ। তাতেই পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।


