মোদি ‘গ্যারান্টি’ নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

0
1

আমডাঙায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘হিংসুটে, কুচুটে।’ CAA লাগু করা নিয়ে হুঁশিয়ারির সুরে মমতা বললেন,মতুয়াদের CAA করা যাবে না। ওঁরা ইতিমধ্যে নাগরিক। আপনি ওঁদের ভোটে জিতেছেন। লজ্জা করে না? মনে রাখবেন, মতুয়াদের গায়ে হাত দিলে আমার গায়েও হাত পড়বে। আমডাঙার নির্বাচনী সভায় মোদি ‘গ্যারান্টি’র পালটা জবাবে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,যখন আমি এখানে সভার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেসময় বারাকপুরের ভাটপাড়ায় প্রধানমন্ত্রী সভা করে মোদি গ্যারান্টির কথা বলেছেন। কী গ্যারান্টি? বলেছেন, CAA লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি, মতুয়াদের জন্য CAA হবে না। মনে রাখবেন, ওঁরা নাগরিক, ওঁদের ভোটে আপনি জিতেছেন। আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন।তিনি বলেন, আজ ও সন্দেশ খালি নিয়ে বলেছেন। আপনার জন্যই সন্দেশ অপেক্ষা করছে। মোদি যা রা হে।

মমতা সাফ বলেন,  তপসিলিদের জন্য যা আছে, থাকবে। সংরক্ষণের সুবিধা আরও বাড়বে, কমবে না।মমতার মন্তব্য়, মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন। সুর চড়ালেন ১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগেও।তৃণমূল নেত্রী বলেন, দেগঙ্গাতে প্রতিবার নির্বাচনের আগে একটা করে মিটিং করার সুযোগ মেলে। আমি ভুলি কম, মনে থাকে।