চতুর্থ দফা ভোটের আগে রবিবার জোড়া সভা মমতা-অভিষেকের

0
3

চতুর্থ দফা ভোটের আগে রবিবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল নেত্রী প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করবেন মমতা। ঘটনাচক্রে, আজই ওই লোকসভা এলাকার ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুনের হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে মমতা দ্বিতীয় জনসভাটি করবেন উলুবেড়িয়া লোকসভায়। সেখানে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তিনি সভা করবেন। ২০০৯ সাল থেকে পর পর চার বার উলুবেড়িয়াতে জয় পেয়েছে তৃণমূল (TMC)।

অন্যদিকে মমতার পাশাপাশি এদিন জোড়া প্রচারসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ তাঁর প্রথম সভাটি বনগাঁ লোকসভা এলাকায়। এই আসনে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। এদিন তাঁর সমর্থনে প্রচার সারবেন তিনি। অভিষেকের পরবর্তী সভাটি হবে হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায়। এখানে চতুর্থ বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর সমর্থনে প্রচার সারবেন অভিষেক।