মুম্বইকে হারিয়ে আইপিএল-এর প্লে-অফে কলকাতা

0
1

আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়র । বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল। এদিন বৃষ্টির জন্য ম্যাচ হয় ১৬ ওভারে।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৫৭ রান করে কেকেআর। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার ফিলিপ সল্ট এবং সুনীল নারিন। ৬ রান করেন সল্ট। শূন্যরানে আউট হন নারিন। তবে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ। ৩৩ রান করেন নীতিশ রানা। ২৪ রান করেন আন্দ্রে রাসেল। ২০ রান করেন রিঙ্কু সিং। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন তুষারা এবং কাম্বোজ।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই করেন ঈশান কিষাণ। ৪০ রান করেন তিনি। ৩২ রান করেন তিলক বর্মা। তবে প্রিয় ইডেনে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। ১১ রান করেন সূর্যকুমার যাদব। কেকেআরের হয়ে বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল। একটি উইকেট নেন সুনীল নারিন।

আরও পড়ুন- আরসিবি ম্যাচের আগে অধিনায়ক বদল দিল্লির