গতকাল ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।
আইপিএলে অন্যতম সেরা ক্রিকেটার সুনীল। ব্যাট হেট দলকে ভরসা দিচ্ছেন তিনি। তবে গতকাল শূন্যরানে আউট হন নারিন। আর এই কারণেই নজির গড়েন তিনি। গতকাল শূন্যরানে আউট হতেই এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪ বার শূন্য রানে আউট হলেন নারিন। পৃথিবীর আর কোনও ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে এত বার শূন্য রানে আউট হননি। কেকেআর তারকার সঙ্গে এত দিন এই লজ্জার নজির ভাগ করছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। তবে গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে টপকে গেলেন কেকেআরের অলরাউন্ডার।
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। তিনি ৪২ বার শূন্য রানে আউট হয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তিনি ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন।
আরও পড়ুন- মুম্বইকে হারিয়ে আইপিএল-এর প্লে-অফে কলকাতা