ধুমধাম করে টলিউডের (Tollywood)’উচ্ছেবাবু’র বিয়ে সেলেব্রেট করেছে ‘মিঠাই’ (Mithai)টিম। কিন্তু আসল মানুষ কই? বিবাহবাসরে সকলকে দেখা গেলেও সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) অনুপস্থিতি নেটদুনিয়ার নজর কেড়েছে। কেউ বলছেন নায়িকা নাকি অসুস্থ, কেউ বলছেন পুরোনো সম্পর্কের তিক্ততার জেরেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেননি তিনি। তবে এবার জানা গেল আসল তথ্য। শোনা যাচ্ছে আমন্ত্রণ পত্রই নাকি পৌঁছয়নি তাঁর কাছে। এরপরই সমাজমাধ্যমে সরব ‘মিঠাই’। ইঙ্গিতবাহী ইনস্টাগ্রাম পোস্ট করে সৌমিতৃষা জানান, “কোনও কিছু না ঘটিয়ে আমি কীভাবে যেন স্পটলাইটে চলে আসি।” এখানেই শেষ নয়, চোখ টেপার এক ইমোজি শেয়ার করেছেন তিনি। অনেকেই বলছেন বিশেষ কাউকে খোঁচা দিতেই এমন পোস্ট।
একটা সময় ছিল যখন আদৃত (Adrit Roy)আর সৌমিতৃষার প্রেমের গুঞ্জন শোনা যেতে টলিপাড়ায়। তবে মাঝে সম্পর্কের অবনতি হয়। দুজনের কেউই তা স্বীকার না করলেও ব্রেকআপের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরই আদৃতের প্রেমের জল্পনা আর বিয়ের তারিখ প্রকাশ্যে আসে। গত ৯ মে ‘ মিঠাই’-এর অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বির সঙ্গেই সাতপাকে ঘুরেছেন তিনি। টেলিজগতের অনেকেই উপস্থিত ছিলেন বটে। আজ শনিবার (১১ মে) আদৃত-কৌশাম্বির রিসেপশনেও নেই সৌমিতৃষা।