আগামী সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ। সেই দফার ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে শনিবারই শেষ প্রচার। এদিন দু’টি প্রচার সভা সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভাটি হবে হুগলি (Hoogly) লোকসভার অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সমর্থনে জনসভা করবেন মমতা। এরপর তৃণমূল নেত্রীর আরও একটি সভা হওয়ার কথা ডোমজুড় বিধানসভা এলাকায়। ডোমজুড় হাওড়া জেলায় হলেও সেটি হুগলির শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর হয়েও প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, আজ জোড়া প্রচারসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। তিনি প্রথম সভাটি করবেন উলুবেড়িয়া লোকসভা এলাকায়। সেখানে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সাজদা আহমেদ। এরপর অভিষেক আরও একটি জনসভা করবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার সারবেন তিনি। সব মিলিয়ে শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে।