লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী সোমবার রাজ্যের মোট পাঁচ জেলার ৮ আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে এক কোটি ৪৫ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট দাতা মোট ৭৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৪৫ হাজার ৩৭৯ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৩ লক্ষ ২৩ হাজার ৫৪৪। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ৭০ হাজার ৬৪৭। চতুর্থ পর্বের জন্য প্রচার শনিবার বিকেলে শেষ হয়েছে ।

ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মোট ১৫ হাজার ৫০৭টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। যার মধ্যে ৩৬৪৭ টি ভোটকেন্দ্রকে সংকট প্রবন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সমস্ত ভোটকেন্দ্রেই ওয়েট কাস্টিং এর ব্যবস্থা থাকছে। চতুর্থ দফার ভোটের নিরাপত্তায় ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি ৩০ হাজারের বেশি রাজ্য পুলিশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার কাজে ব্যবহার হবে। থাকছে প্রায় ১৫০ টি কুইক রেসপন্স টিম। জিপিএস মারফত তাদের গতিবিধির ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো হবে। ভোটে নিরাপত্তায় ব্যবহার করা হবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
আরও পড়ুন- পিএসজি ছাড়ছেন এমবাপে, কোথায় যোগ দেবেন তিনি?






































































































































