কিছুতেই থামছেন না। বরং ভোট যত এগিয়ে আসছে ততই ভাষার প্রয়োগে আরও উৎশৃঙ্খল হয়ে পড়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের তাঁর নিশানায় পুলিশ। সাতসকালে পুলিশকে বেনজির আক্রমণ করে দিলীপ বললেন, ”পোষা কুকুরের মত তাবেদারি করে এফআইআর (FIR) করছে। আমি তো মেদিনীপুর যাবই, দেব কোথায় যাবে ও নিজে ঠিক করুক।”


তাঁর সংযোজন, “পুলিশ আর কি করবে? তাবেদারি করবে পোষা কুকুরের মত। এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস। এর বেশি কিছু করতে পারে না। এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হল। পুলিশ কেন এফআইআর করেনি? পুলিশ ওদের চামচা বেলচা করত শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না।”

গতকাল, শুক্রবার তৃণমূলের তারকা প্রার্থী দেব এই অঞ্চলেই বলে যান, “যা জনসমাগম দেখছি দিলীপ ঘোষ মেদিনীপুরে ফেরৎ যাবে।” তার জবাবে দিলীপ ঘোষ বলেন, “ও নিজে কোথায় যাবে সেটা ঠিক করুক। পাঁচ বছরে একবারও পার্লামেন্টে যায়নি। বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে তারা জামিন নেয়নি তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। ওরা বলছে চাকরি চুরি হয়নি। সন্দেশখালিতে কোনও ঘটনা ঘটেনি! কিন্তু আদালত কি বলছে? হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তাড়া করছে। সেই দিনটা আসছে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে।”










































































































































