বাইক দুর্ঘটনায় মৃত অঙ্কুশের সহ- অভিনেতা!

0
1

শনিবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু ‘মির্জা’র সহ অভিনেতার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজ়াদ শেখ (Azad Sheikh)। বয়স ৩৫ বছর। এদিন ভোর রাতে মামারবাড়ি যাবেন বলে আজাদ বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে ছিলেন। এরপরই তাঁর বাইকের সঙ্গে একটি মালবাহী গাড়ির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ এতটাই ছিল যে, সামনের চাকা খুলে গড়িয়ে যায় রাস্তার। বাইকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

আজাদ টলিউড অভিনেতা অঙ্কুশের সঙ্গে মির্জা সিনেমায় কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা বাইকের গতি অত্যন্ত বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির লোকেরা বলছেন আজাদ বরাবরই সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন। অঙ্কুশের প্রযোজনা সংস্থায় সুযোগ পেয়ে যথেষ্ট খুশিও হয়েছিলেন। কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হল না।