হোটেলের ঘরে ‘স্ত্রী’কে মারধর: কে আসলে ‘মহিলা‘! তদন্তে নেমে তাজ্জব পুলিশ

0
2

স্বামী ও তাঁর বন্ধু কলকাতার এক পাঁচতারা হোটেল তাঁকে বেদম মারধর করেছেন। অভিযোগ নিয়ে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হন এক মহিলা। কিন্তু তদন্তে নেমে তাজ্জব পুলিশ। কারণ, ওই মহিলার স্বামীর অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্ত্রী রূপান্তরকামী। শুধু তাই নয়, ওই মহিলা বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে এসে তিনি দিল্লি (Delhi) গিয়ে লিঙ্গ পরিবর্তন করান। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ (Police)।পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে আসেন ওই রূপান্তরকামী মহিলা। দিল্লি গিয়ে ভুয়ো আধার কার্ড দেখিয়ে তিনি লিঙ্গ পরিবর্তন করান। এর পর গুজরাটের ওই ব্যবসায়ীকে বিয়ে করেন ওই বাংলাদেশী মহিলা। কলকাতার পাঁচতারা হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখানেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্ত্রী রূপান্তরকামী। তিনজনকেই আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Police)।