“সায়ন্তিকা নাকি অ্যাকোয়াটিকা ১জুন বুঝিয়ে দেবো”! সজলকে হুঁশিয়ারি দিয়ে চেনা মেজাজে মদন

0
2

“সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক নাকি নিকোপার্ক সেটা আমি ১ জুন ভোটের দিন তোমাদের বুঝিয়ে দেব। আমি মদন মিত্র, এলাকার সমস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, তাজা হয়ে তৈরি থাকুন।” প্রচারে নেমে ফের নিজের মেজাজে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র! বেশ কয়েক মাস অসুস্থতার জন্য রাজনীতির মূলস্রোত থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন মদন, কিন্তু বরানগর বিধানসভা উপনির্বাচনের আগে ভোটের ময়দানে চেনা ছন্দে কামারহাটির বিধায়ক!

বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে “অ্যাকোয়াটিকা” বলা প্রসঙ্গে বিরোধীদের প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মদন মিত্র। সায়ন্তিকাকে অ্যাকোয়াটিকা বলে কটাক্ষ করেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর নাম না করে সেই কটাক্ষের জবাবে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

মদন মিত্রের কথায়, “একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না ও তো অ্যাকোয়াটিকা! সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি ১ জুন তোমাদের বুঝিয়ে দেব। আমি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোটের দিন ভোর ৬টার সময় নির্দেশ পেয়ে যাবেন। কী করতে হবে ভোটের দিন। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারোও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে।”