নির্বাচনের মধ্যে কেজরিওয়ালের মুক্তি অত্যন্ত সহায়ক হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

0
2

বিজেপি বিরোধী দলের নেতাদের জেলে ভরার নীতি সুপ্রিম কোর্টে প্রবল ধাক্কা খেল শুক্রবার। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের প্রভাব যে নির্বাচনে পড়তে চলেছে, সোশ্যাল মিডিয়ায় সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশ বেরোনোর পরই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, “অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এটা দেখে আমি খুব খুশি। বর্তমান নির্বাচনের প্রেক্ষিতে এটা অত্যন্ত সহায়ক হবে।”

নির্বাচনের আগে বারবার বিজেপি বিরোধী জোট সরব হয়েছে দুই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে। বিরোধীদের কণ্ঠরোধ করতে যে দমনমূলক নীতি বিজেপি নিয়েছিল, তার সবথেকে ঘৃণ্য উদাহরণ ছিল এই দুই গ্রেফতারি। বারবার নির্বাচনী জনসভা থেকে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কেজরিওয়ালের পক্ষে সওয়াল যে কতটা ন্যায়সঙ্গত, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী জামিনের নির্দেশে তারও প্রমাণ পাওয়া গেল।