সাদা উত্তরপত্রের সঙ্গে ১০ লক্ষ টাকা দিলেই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দিচ্ছেন শিক্ষক। তাও আবার যে সে পরীক্ষা নয় NEET-UG এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। শিক্ষা ব্যবস্থায় বড় দুর্নীতি গুজরাটে (Education scam in Gujrat)। বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) ভয়ংকর দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরার (Godhara, Gujrat) একটি স্কুলে।


রবিবার ছিল ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিট (National Eligibility-cum-Entrance Test)।জানা যায় ঐদিন গোধরার একটি স্কুলে তুষার ভাট (Tushar Bhatt) নামে এক পদার্থবিদ্যার শিক্ষক পরীক্ষার্থীদের বলেন, উত্তরপত্র সাদা রেখে দিয়ে ১০ লক্ষ টাকা দিলেই তাঁদের হয়ে সঠিক উত্তর লিখে লিখে দেওয়া হবে। যেসব পরীক্ষার্থীরা টাকা দেবেন তাঁদের পাশ করিয়ে দেবার গ্যারান্টিও দেওয়া হয় বলে অভিযোগ। পরীক্ষাকেন্দ্রে দুর্নীতির খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হাজির হন জেলাশাসক (DM)। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে তুষার একা নন, তাঁর সঙ্গে আরিফ ভোরা এবং পরশুরাম রায় নামের দুই ব্যক্তি জড়িত আছেন বলে জানা যায়। তুষার ভাটকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। বাকিদেরও আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার সময় তার তাঁর মোবাইল ফোন খতিয়ে দেখে ১৬ জন পরীক্ষার্থীর নামের তালিকা পাওয়া যায়। এই ১৬ জনের মধ্যে নাকি ৬ জনকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন। অগ্রিম হিসেবে নেওয়া সাত লক্ষ টাকাও তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মোদি সরকারকে এক হাত নিয়েছে বিরোধীরা। অনেকেই বলছেন এটা ট্রেলার মাত্র। ডবল ইঞ্জিন রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে সেই সব কিছু চাপা দিয়ে রাখছেন মোদি- শাহরা। উল্টে এজেন্সির অপব্যবহার করে বিরোধী রাজ্য গুলোর উপর আক্রমণ শানাতে ব্যস্ত বিজেপি সরকার। তবে খুব তাড়াতাড়ি দেশের মানুষ এইসব দুর্নীতি অন্যায়ের জবাব দেবেন বলে মত বিরোধীদের।









































































































































