ফের সংবাদ শিরোনামে মোদিরাজ্য (Modi State)। এবার ছাপ্পা ভোটের (False Vote) অভিযোগে গ্ৰেফতার দুই বিজেপি (BJP) কর্মী। সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাটের (Gujrat) মাহিসনগর জেলার দাহোদ লোকসভা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ সামনে এসেছে। পরে ওই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এরপরই বুধবার দুই বিজেপি কর্মীকে গ্ৰেফতার (Arrest )করে পুলিশ। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা।


কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা ২৫টি ভোটকেন্দ্রে গিয়েছিল। ভাইরাল ভিডিও সন্ত্রামপুরের গোথিব তালুকের। সব কেন্দ্রেই ছাপ্পা ভোট দেওয়া আশঙ্কা কংগ্রেস নেতাদের। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বছর আঠাশের বিজয় ভাভোর প্রথমপুরে একটি বুথের মধ্যে ভোটদানের জন্য ভোটকর্মীদের নিষেধ উপেক্ষা করে ছাপ্পা ভোট দেওয়া শুরু করেন। বিজেয়ের সঙ্গী ছিলেন মনোজ মগন। ইতিমধ্যে কংগ্রেসের বেশ কয়েকজন পোলিং এজেন্ট দুজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ছাপ্পা ভোট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি ও হেনস্থার অভিযোগও সামনে আনা হয়েছে। পাশাপাশি এক ভোটকর্মী মহম্মদ পাঠানও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।


এদিকে মাহিসনগরের জেলা পুলিশকর্তা জানান, আইন মেনে অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।










































































































































