রাহুলকে ভর্ৎসনা গোয়েঙ্কার, কী কারণে হার মুখ খুললেন লখনৌ অধিনায়ক

0
1

গতকাল আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দশ উইকেটে হারে লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে লখনৌ। জবাবে ব্যাট করতে সহজেই জয় তুলে নেয় হায়দরাবাদ । সৌজন্যে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। কী কারণে হার? এই নিয়ে মুখ খোলেন দলের অধিনায়ক কেএল রাহুল। বললেন পাওয়ার-প্লেতে দল ভালো রান করতে পারেনি। এদিকে এই ম্যাচের পর দেখা যায় লখনৌ অধিনায়ক রাহুলকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যদিও এই ঘটনার পর সমালোচনার মুখে পড়েন তিনি।

ম্যাচের পর দলের হার নিয়ে রাহুল বলেন, “ ম্যাচ হারলে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা খুবই সহজ। আমরা পাওয়ার প্লে-তে অন্তত ৪০-৫০ রান কম তুলেছি। উইকেট হারানোর পর ছন্দটাই খুঁজে পাইনি।“ এদিকে নিজেরা রান না পেলেও বিপক্ষ দলের ব্যাটিং-এর প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেন, “ কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না। এরকম ব্যাটিং আগে টিভিতে দেখেছি। কিন্তু এদের অবিশ্বাস্য ব্যাটিং দেখলাম। প্রতিটা বলই ব্যাটের মাঝখানে লাগছে মনে হচ্ছিল। ওদের দক্ষতাকে কুর্নিশ। ছয় মারার দক্ষতায় প্রচুর শান দিয়েছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে পিচ কেমন আচরণ করেছে সেটা বোঝার সুযোগই পেলাম না। প্রথম বল থেকে ওরা যেভাবে মারতে শুরু করল, তাতে ওদের থামানো কঠিন ছিল।“

এদিকে ম্যাচের পর দেখা যায়, লখনৌ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নেমে আসেন মাঠে। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। গতকাল প্রথমে ব্যাট করে ১৬৫/৪ তোলে লখনৌ। জবাবে ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দাপটে জেতে তারা। ৭৫ রানে অপরাজিত অভিষেক। ৮৯ অপরাজিত ট্রাভিস।

আরও পড়ুন- দলগঠন নিয়ে প্রস্তুতি শুরু লাল-হলুদের, আজ বৈঠক