চলতি আইপিএল থেকে ইতিমধ্যে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল-এর প্রথম দল হিসাবে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে শ্রেয়স আইয়ররা। আরব এরপরই দলের অন্দরে অধিনায়কে নিয়ে কোন্দল সামনে এল। জানা যাচ্ছে, মুম্বইয়ের খারাপ পারফরম্যান্সের জন্য হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনকেই তুলে ধরা হচ্ছে।

এই নিয়ে মুম্বইয়ের এক কর্তা বলেন, “নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয়, সেগুলো এখনও হয়ে চলেছে। যে কোনও খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে।” তার মতে গত ১০ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।এছাড়াও জানা গিয়েছে, একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একতি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাহ ছিলেন। খাওয়া-দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনাচিন্তার কথা জানান তারা। দল কোথায় ভাল পারফর্ম করছে না, সে ব্যাপারে বিস্তারিত বলেন। এই নিয়ে দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে।

এমন অবস্থায় আগামী ১১ মে কলকাতার বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। এই মুহুর্তে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে হার্দিকরা।
আরও পড়ুন- বিপাকে বজরং, এবার নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি সংস্থা









































































































































