উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য হুগলি জেলার পড়ুয়াদের। রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করা দুই কৃতি ছাত্রীর একজন এই হুগলি জেলার। স্নেহার সাফল্যে যখন উচ্ছ্বাসে চকচক করে উঠেছে পরিবারের চোখ, তখন পিছিয়ে থাকেনি সেই পরিবারের সোহাও। মেধাতালিকায় দশম স্থান অর্জন করে সে পরিবারের মুখে ফুটিয়েছে পরিতৃপ্তির হাসি।
হুগলির চন্দননগরের অপর্ণা ঘোষের দুই যমজ কন্যা স্নেহা ও সোহা। ছোটবেলা থেকে মেধাবী দুই মেয়েই চন্দননগর সেন্ট অ্যান্টনি স্কুলে পড়াশোনা করেছে। একাদশ শ্রেণিতে তাঁরা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলে ভর্তি হয়। সেখান থেকেই উচ্চমাধ্যমিক দুজনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। ফলে অন্য সব পরিবারের থেকে বুধবার চন্দননগরের ঘোষ পরিবারে ছিল দ্বিগুণ উৎকণ্ঠা। তবে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের পরে সেই উৎকণ্ঠা দ্বিগুণ খুশিতে পরিণত হয়।
ফল প্রকাশের পরে স্নেহা জানান, বুধবার অনেক প্রত্যাশা নিয়ে ফলাফলের অপেক্ষা করেছিলেন। মেধা তালিকা প্রকাশের সময় চতুর্থ স্থানে তাঁর নাম ঘোষণা হতে একদিকে যেমন উত্তেজনা বাড়ে, তেমনই অপেক্ষা ছিল দিদি সোহার ফলাফলের জন্য। তবে “দশম স্থানে দিদির নাম এলো তখন আমার সাফল্য পূর্ণতা পেল”, জানায় স্নেহা।