চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফল (HS results 2024) প্রকাশিত হওয়ার পর দেখা গেল ভাল রেজাল্ট করেছেন ছাত্রীরা।মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ (Sneha Ghosh) । মেরিট লিস্টের তালিকায় তাঁরা রয়েছেন চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া।
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।প্রথম দশের মেধা তালিকার ৫৮ জনের মধ্যে ৩৫ জন ছাত্র, ২৩ জন ছাত্রী জায়গা করে নিয়েছেন। প্রথম দশের মধ্যে নবম স্থানে রয়েছেন পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয় এবং বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বানি মন্দিরের ছাত্রী। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে রয়েছে সৃজনী ঘোষ (কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির), বেগমপুর হাই স্কুলের বৃষ্টি দত্ত। ৪৮৭ নম্বর পেয়ে একই স্থানে রয়েছেন সোহা ঘোষ। সার্বিক রেজাল্ট বলছে কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।